সংক্ষিপ্ত বর্ণনা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন, ওয়ার্ড নং-০৯, উবাহাটা আজিজিয়া মহিলা দাখিল মাদ্রাসা, গ্রাম- উবাহাটা, ডাক- রামশ্রী, উপজেলা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।
এলাকার বিশিষ্ট আলিম জনাব আলহাজ্ব মাও: আব্দুল আজিজ পীর সাহেব খলিফা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ, কুমিল্লা। এলাকার মধ্য নারীদের মধ্য ধর্মীয় শিক্ষা প্রসারের লক্ষ্যে গ্রামের মুরুব্বীয়ান ও যুবক সমাজদেরকে নিয়ে সভার মতানুসারে অত্র মাদ্রাসাটি ০১-০১-১৯৮৫ইং তারিখে মাওলানা মাও: আব্দুল আজিজ পীর সাহেব এর নিজস্ব জমির উপর নিজস্ব অর্থায়নে ও মুরী দানের সাহায্য সহযোগীয় অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। অত্র মাদ্রাসাট প্রতিষ্টিত হওয়ার পর হইতে আজ পর্যন্ত এলাকার শত শত মেয়ে শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা গ্রহণ করত দ্বীনি শিক্ষা প্রচার এর সাথে সাথে দেশ ও জাতীর উন্নয়নে বিরাট ভুমিকা পালন করে আসতেছে। ০১-০২-১৯৮৬ ইং তারে মাদ্রাসাটি এমপিও ভুক্ত হয়।
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা : মোট : ছাত্র- ২৯ জন, ছাত্রী- ৩২৫ জন সর্বমোট ছাত্র/ছাত্রী= ৩৫৪ জন।
৬ ছাত্র/ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক) ১ম শ্রেণী- ছাত্র- ৯ জন, ছাত্রী- ১৩ মোট= ২২ জন।
২য় শ্রেণী - ছাত্র- ০৯ জন, ছাত্রী- ১৯ মোট= ২৮ জন।
৩য় শ্রেণী- ছাত্র- ০৭ জন, ছাত্রী- ১৮ মোট = ২৫ জন।
৪র্থ শ্রেণী- ছাত্র- ০৪ জন, ছাত্রী- ২৫ মোট= ২৯ জন।
৫ম শ্রেণী -ছাত্র- নাই ছাত্রী- ৪০ মোট=৪০ জন।
৬ষ্ট শ্রেণী ছাত্রী- ৩২ মোট= ৩২ জন।
৭ম শ্রেণী ছাত্রী- ৫৬ মোট= ৫৬ জন।
৮ম শ্রেণী ছাত্রী- ৬০ মোট= ৬০জন।
৯ম শ্রেণীছাত্রী- ৩৪ মোট= ৩৪জন।
১০ম শ্রেণী ছাত্রী- ২৮ মোট= ২৮জন।
মোট : ছাত্র- ২৯ জন, ছাত্রী- ৩২৫ জন সর্বমোট ছাত্র/ছাত্রী= ৩৫৪ জন।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য ১। ফিরোজ আহমদ, পদবী- সভাপতি।
২। মাও: মো: শফিকুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য।
৩। মো: লুৎফুর রহমান, দাতা সদস্য।
৪। জনাব, মাও: শাহ মো: আব্দুল কাইয়ূম, অভিভাবক সদস্য
৫। জনাব, মো: আছাব আলী, অভিভাবক সদস্য।
৬। জনাব মো: আব্দুল আউয়াল, অভিভাবক সদস্য।
৭। জনাব মো: আইয়ূব আলী, অভিভাবক সদস্য।
৮। জনাবা তাছলিমা বেগম সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য।
৯। শহীদ উদ্দিন আহম্মেদ শিক্ষক প্রতিনিধি।
১০। মো: ইরফান আলী, শিক্ষক প্রতিনিধি।
১১। মাহমুদা বেগম শিক্ষক প্রতিনিধি
১২। হোসাইন মো: আরজু মিয়া, শিক্ষানুরাগী ।
১২। সালেহা খাতুন, সুপার/ সদস্য সচিব।
বিগত ৫ বছরের সমাপনী জেডিসিঃ ২০১০ সালে- ৪০জন, কৃতকার্য- ২৪ জন, ৬০.৪৫%।
২০১১ সালে- ৪১, কৃতকার্য-৩০ জন, ৭৩.১৭%।
১১ পাবলিক পরীক্ষার ফলাফল ২০০৯ সালে- ২৬ জন, কৃতকার্য- ১২ জন, ৪৬.১৫%।
২০১০ সালে- ২৮ জন, কৃতকার্য- ২৪ জন, ৮৫.৭১%।
২০১১ সালে- ২৭ জন, কৃতকার্য- ১৮ জন, ৬৬.৬৭ %।
১২ শিক্ষা বৃত্তির তথ্য ২০১০ সনে ০২ জন সাধারন বৃত্তি লাভ।
১৩ অর্জন ২০০৮ সালে দাখিল পরীক্ষায় অ+ ২ জন।
২০১০ সালে দাখিল পরীক্ষায় অ+ ১ জন।
২০১১ সালে দাখিল পরীক্ষায় অ+ ১ জন।
অর্জন ২০০৮ সালে দাখিল পরীক্ষায় অ+ ২ জন।
ভবিষ্যৎ পরিকল্পনা আলীম চালু করা শিক্ষার্থীদের ১০০ % উপস্থিতি ও পাশের হার শত ভাগ নিশ্চিত করন।
উবাহাটা আজিজিয়া মহিলা দাখিল মাদ্রাসা, চুনারুঘাট, হবিগঞ্জ। ০১৭১৫-৪৬৬১৩৭
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস