Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ৩৪টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

ক) নাম – ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন –(২১.০৮ বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২০৯২৬ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৩৪ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৩৬ টি।

চ) হাট/বাজার সংখ্যা -১ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/টম টম।

জ) শিক্ষার হার – ৩৬.৯৭%।

(এর শিক্ষা জরীপ অনুযায়ী) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,

বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,

উচ্চ বিদ্যালয়ঃ ২টি, নিম্ন মাধ্যমিক ১টি, মাদ্রাসা-৪টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – এজাজ ঠাকুর চৌধুরী

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – / / ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

১) শপথ গ্রহণের তারিখ – ০১/০২/২০২২ইং

২) প্রথম সভার তারিখ – ০১/০২/২০২২ইং

৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০১/০২/২০২৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম – বরমপুর, শ্রীরামপুর, বড়কোটা, অলিপুর, সিকান্দরপুর, তাউশী, জামালপুর, শাকির মোহাম্মদ (আংশিক), কাপুড়িয়া, কেউন্দা, শ্রীকুটা, বালিয়ারী, দাসপাড়া, সিড়িকান্দি, নোয়াগাঁও, দূগাপুর, গোপালপুর, রঘূরামপুর, মাধবপুর, দিয়াগাঁও, হাতুড়াকান্দি, হামিদপুর, লক্ষীপুর, হরিপুর, রাজাকপুর, কাছিশাইল, শিমুলতলা, উবাহাটা, কুটিরগাঁও, ছনাও, করিমপুর (আংশিক), জোয়ার জিকুয়া (আংশিক), উলুকান্দি,

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।

৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।