ইউনিয়নের যান চলাচলের রাস্তায় ধানের গাদা ধান মারাই নিষিদ্ধ করণ: ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ইউনিয়নের গ্রামীণ রাস্তায় কৃষকগণ ধান কেটে যত্রতত্র গাদা করে রেখে রাস্তা সংকোচন এবং ধান মারাই বরে রাস্তা অবরোধ করার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। চুনারুঘাট - বাল্লা রাস্তার বনগাঁও নামক স্থানে ধান গাদা করে রাখার কারণে বিগত ১৪/০৮/২০১৫ খ্রি: তারিখ সন্ধায় দুর্ঘটনায় কবলিত হয়ে ২ জনের মৃত্যু এবং পলিশ অফিসাসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। তাই নিরাপদে যানবাহন চলাচলের জন্য ইউনিয়নের সকল রাস্তায় ধান কেটে গাদা সংকোচন এবং ধান মারাই নিষিদ্ধ করা হল। এ আদেশ জারীর পর রাস্তায় ধান রেখে এবং ধান মারাই করলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস